মন রিক্ত দেহ ক্লান্ত
দেহের সবকিছু আজ জরাগ্রস্থ
স্বার্থপর মানবের জন্য
মন সদা থাকে ত্রস্থ।
মিথ্যার বসতি আজ
অলিগলি অস্থান-কুস্থানে
স্বার্থের খেলায় সুখি আজ
সবাই যে যার অবস্থানে ।
অতি সুখের নেশায়
টাকার পিছনে দৌঁড়ে মানুষ
ইহকালের ধন সম্পদ
বাড়াতে তারা হারায় হুশ ।
রক্তের মূল্যে পাওয়ার
স্বাধীনতা জলে আজ বিসর্জন
মিথ্যা আঁকড়ে ধরে
মানুষ সত্য ন্যায় করছে বর্জন ।
জীবনতো একটা
বেঁচে থাকা তা নিজের জন্য
সুন্দর জীবন আজ
সুখি থেকে জীবনটা করে নাও ধন্য ।
যাদের জন্য কষ্ট পাচ্ছ
ভাবছো সে কি আছে ভীষন কষ্টে
কেমন আছে সে
ভেবে দেখেছো কখনো আপাতদৃষ্টে ।