হরিণী মায়াবী চোখের
মায়াবী চাহনি তোমার -
মুক্ত আকাশে ঘুরতে ও
তোমাকে দেখতে মায়া লাগে আমার ।
অপরূপ সুন্দর তুমি
তোমার মনের মাধুরী
মিশানো অশ্রু তোমার ।
সব কিছু হারিয়ে ফেলেছি
আমি তোমাকে পেয়ে
মনে হয় আমার ।
চোখের তারায় না হয়
চোখের পাতায়
তবু ও মনে হয় আমার
সবকিছু তোমার হাসির জোয়ার ।
স্বর্গ আমার মুখোমুখি দাঁড়িয়ে
মনে হয় আমার
সব কিছু এখন হারিয়ে -
চোখের আড়াল
হবে মনে হয় আমার -
পাওয়ার বাসনায়
দিশেহারা যেন না হয়ে যাই ।।