ভাবনায়-
তোমার চোখের চাওয়ায়
তোমার মাথার কোঁপায়
নাকের নোলক , কোপালের টিপ
আলতা দেওয়ায় পায়,
স্বপ্নের চাওয়ায়-
সম্পা নামে চেয়েছি
কথা অনেক বাকি-
একটু দাড়াঁবে কী?

এক্ষুনি আসবে অন্ধকার-
চারিদিকে মেঘে থমথম
ঘরে ফিরে যাচ্ছে পথিক-
খেয়ালী মেঘের আনাগোনা
মনে হয় মেঘের মেলা
ঢেকে গেছে সবদিক
ভরে গেছে কালো মেঘের তীর-

যাবে না তুমি
চেয়ে থাকবো আমি
স্নেহের পরশ মেথে-
মনে ভালবাসা অনেক বাকি
চারিদিকে যখন থাকবে অন্ধকার-

যেও না তখন
রবে কিছুক্ষন –
কথা বলে যাব
ভালবেসে যাবো দু’জনে
ঝড়ে যাবে মনের সকল ব্যাথা –

আমি বলবো তোমায়
হারিয়ে যায়নি স্মৃতি
ভালবাসা অনেক বাকি
দিও না তুমি ফাঁকি ।।