নিঃশ্বাসের ভাঁজ নেই তোমার অস্তিত্বশীল মনে
সব যেন বিরাণ নৈর্ব্যক্তিক মরুভূমি ক্ষনে -
যৌক্তিকতার পরে আছো রক্তিম লাবন্যময় তোমার মন -
জলের মতোন কাঁপোন হৃদয়ে পুরাতন জাগে কত অসুখ
পূর্বাপর যতটুকু নি:শ্বাস পাওয়া যায় ততটুকু মনে করি সুখ ।
মেঘ নিয়ে ম্লান মুখে চেয়ে থাকে আকাশের চাঁদ
মৃদু স্পর্শে ক্রমাগত ঢেলে দাও তোমার মনেরও স্বাদ।