জীবন মনে হয় -
কখনো  স্বচ্ছ পানির জল

আবার মনে হয়-
সুগন্ধি মাঝে কোন কিছুর আনন্দের ছোঁয়া ।

আবার মনে হয় -
হাসির মাঝে কান্নার ঝড় ।

আবার প্রাপ্তির মাঝে হতাশার সুর  ।

আবার কোন কিছু-
কারন ছাড়া মনে হয় ঘটে না  জীবনে ।

তাই মনে হয় আমার -
এভাবে ভেঙে পড়ো না কোনদিন

হতাশার মাঝে আসবে উজ্বল সুন্দর নক্ষত্র
যেওনা কোনদিন হতাশায় অবসর ।