আমার মন খারাপের দিনে-
একলা আকাশ দেখি
মনে হয় খুব কাছেই আমি
তোমার কাছে আছি -
তোমার ইচ্ছে হলে
আমায় তুমি ডেকো।
তোমার রঙিন সব স্বপ্ন
হারিয়ে ফেলে যখন রং
গোধুলীর সব আবীর মেখে
রাঙিয়ে দিবো তোমার মন।
দুঃখের সব কালো মেঘ
আসে যখন আঁধার করে
উড়িয়ে দিবো সব ভালবাসা
সুখের কালবৈশাখী ঝড়ে।।