নীল চোখে নীলিমায়
তোমার গভীরতায় দেখেছি
স্বপ্নের রাজপ্রসাদে তোমাকে চেয়েছি ।
স্রোতহীন কোন নদীতে ভেসে যাওয়া
কোন জীবন নয় -
ভালোবাসা সেও স্বপ্ন দেখতে পারে
স্বপ্নের সাগরে হয়ে যায় বিলীন ।
জীবন থেকে আমার জীবনবোধ
স্বাদহীন সব মনের মায়াবোধ
পেয়েছি তো অনেক -
প্রতিরোধহীন হতাশায় ডুবে থাকি।
আকাশের প্রাপ্তির ঝুলিতে আছে হতাশা
অপ্রাপ্তি রঙের রঙ্গিন কোন স্বপ্নের আশালতা ।
তোমার চোখের গভীরে যে কত শান্তি
আজ আমি খুঁজে পেয়েছি ।।