বোকা পৃথিবী ধরা দিয়েছিল একবার স্বপ্নে-
এক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম শুধু,
জিজ্ঞেস করলাম কি চাও তুমি, বলেছিল আমি ঝর্ণা হতে চাই
অট্ট হেসে বললাম ঝর্ণা, অপেক্ষায় থাক তুমি-
দেখবে বয়ে যাবে একদিন তোমার বুকের উপর দিয়ে ।
আবার বললাম আর কি চাও বলেছিল নদী
মৃদু হেসে বললাম নদী , সে তো ঝর্ণা সৃষ্টি করে দিবে ।
পরে বললাম আর কি চাও বলল শান্তির বসবাস -
দীর্ঘ শ্বাস ফেলে বললাম থাকো পরে বলবো তোমায় ।
ভালো নেই মন আজ , শুধু অপূর্ণতার ছোঁয়া
সব কিছুর কাঙ্খিত উত্তর পাবে একদিন
যে দিন ধরা দিবে বাস্তবে ।।