চারিদিকে শুধুই আধার
পাব না কোনদিন আলোর মিলন আবার -
আধার ছাড়বে না আমার পিছু
জ্বলছে আলো দূরে মনে হয নিভু নিভু ।
আমার মনে আধার ভাল লাগে না
আধার তো মনে হয় আমায় ছারেনা -
আধার কে আমি জয় করে
আলোকিত করতে চাই
আমার মনের আলো দিয়ে -
আমি পারব চাঁদের মত হতে
নিঃসার্থ ভাবে আলো দিয়ে
এই পৃথিবীর বুকে ।
আসছে আলোর জ্যোতি দূর হতে
আমি যাচ্ছি আলোর দিকে চলে
হোক না ক্ষতি যত
চলার পথে হঠাৎ করে ।
নিভে যদি যায় আলোর বাতি
আমি ফিরে যাব
মেনে নিয়ে এই ক্ষতি -
আমি উঠব মনের মত জ্বলে
আমার আপন শক্তি বলে
আধারকে হার মানিয়ে চলব আমি
আলোর পাহাড় নিয়ে ফিরব
এই পৃথিবীর তরে ।।