জীর্ণশীর্ণ ঝুপড়ি ঘরে
তাদের বসবাস -
জোটেনা আদৌ
প্রকৃতির আলোবাতাস ।
প্রভাতে উঠিয়ে চলে যায়
খাদ্যান্বষনে -
নিয়তি তারে ডাকে
প্রতি ক্ষনে ক্ষনে।
ডানা ভাঙ্গা মন যে
তাদের জীবনধারা
মায়ের বাবার স্নেহ
জন্মলগ্ন হারা ।
পেটের দায়ে করে আজ তারা
গৃহকর্মীর কাজ
ক্ষনিক তারা ভুলে গিয়ে
মনের পাওয়ার লাজ।
দুর দুর করছে যারা
দাসী বাদি বলে
লোলুপদৃষ্টি ফেলছে বলে মনে হয়
একটু সুযোগ পেলে ।।