টেনশন টেনশন না পাওয়ার টেনশন
কি যেন হারিয়েছি নাকি আমার
শেষ বয়সের পেনশন ।
আহা পেনশন হলে তো হতো
মনের মধ্যে থাকত অনেকটা কষ্ট
শেষ বয়সে এসে কি করবো
জীবনটা হতো তখন আমার নষ্ট
কবিতা লিখতাম আমার মনের বুকে ।
চিন্তা তো একটা মনের আবেগে
তা হল মনের মধ্যে থাকা ফেসবুকে ।
পরে থাকি দিন নাই রাত নাই
সাজাতে হবে জীবনটিকে
স্বপ্নতো শুধু একটা-
যার পকেটে নাই টাকা পয়সা
তার ও থাকে ফেসবুকের আইডি দুই তিনটা -
নাকি সামাজিকতা রক্ষা করতে হবে
নাকি ফেসবুক চালাতে হবে নেটে
তাই মাথার উপর চাপটা বেশী থাকে
শুধু চিৎকার করে বলছি -
শুনতে পাচ্ছ কি সেই ফেসবুকের কান্না ।
এখন শুধু খুঁজি জীবনের লুকে থাকা ফাইলটা
বাবা মার থেকে আপন
ঐ ফেসবুকের লাইকটা ।
সুখে থাক দু:খে থাক
থাকব খুব সুখে পাশাপাশি আমরা দুজনে
যোগাযোগ করব এখন আমি
বুকে মধ্যে বেচেঁ থাকা ফেসবুকে ।।