চোখ শুধু দেখে তাকে মনের আয়নাতে
ছুঁইতে ইচ্ছা আমার খুজেঁ পাওয়া তোমাকে -
চোখ আমার পাগল ভরা প্রান আর মনের ঘ্রাণ
চোখ মানেই স্বপ্নের আলপনায় ছবি আকাঁর তুলি ।
চোখ মানে আগুন ভরা মন ফাগুনের ছোঁয়ায়
চোখ মানে কান্নার জল না ভিঁজে চোখের পাতা
চোখ মানে অন্ধকারের তারা জ্বলে উঠে বারবার
চোখ মানে জানে না কোন ছলনার আশ্রয় ।
চোখ দিয়ে ডাকি তাকে তবু তো সে শোনে না
চোখ দিয়েই কথা বলে যায় শুনতে সে পায় না
চোখ আমার কবিতা ভরা লাইন
খুজে নিতে হবে তার গভীর মনের অন্ধকারে ।।