পরিবারের বড় ছেলে দায়িত্ব অনেক কাঁধে
তোমার আমার স্বপ্ন এখন চোখের জলে ভাসে -

কেটে গেল কিছুটা বছর তোমার আমার সময়
কেমন আছো তুমি ?  ভুলে তো যাওনাই আমায় ।

তোমার দেওয়া হাত ঘড়িটা এখনো আমি পড়ি
তোমার দেওয়া টি শার্টটা সে রকম রয়েছে পড়ে -

তোমার দেওয়া পাওয়ার ব্যাংকটা মোবাইল সার্জ দি
তোমার দেওয়া আইস টিস্যু  দিয়ে
এখনো আমার ঘাম মুছে দি ।

তোমার দেওয়া ডাইরিতে লিখে রাখি অনেক কিছু -
হঠাৎ করে চেয়ে বসবে তোমার দেওয়ার ডাইরীটা
এতদিন লিখে রেখেছি যা কিছু ।

তাই ডাইরির পাতায় অনেক কথা লিখে যায় মনে মনে
মনের পাতায় শুয়ে শুয়ে যা কিছু আসে ক্ষনে ক্ষনে ।

অনেক বড় চাকরি আমার পাশে নাই তুমি
তোমায় দেওয়া কথাগুলি কি করে আমি ভুলি ।

তোমার দেওয়া চকলেট গুলো যখন দিলাম
আমার ছোট্ট ভাগনিকে -
বলে দিয়েছিলাম তোমার কথা
খুশি হয়েছিলো মিথ্যা বলতে পারিনি তাকে ।

দেখতে দেখতে কিছুটা বছর কেটে গেছে আজ
সব কিছু ঠিক আগের মতোই আছে
নেই শুধু তুমি আজ -

তোমার সংসার জীবন আজ সুন্দর ভাবে চলছে
শুনলাম তোমার নাকি সুন্দর একটা  মেয়ে হয়েছে ।

বড় ছেলে বলে তোমায় আমি পাইনি আজ -
অভাবের সংসার অভাবে কাঁদায়ে ভাসায়ে দিয়েছে আমায়
সকল চাওয়ার পাওয়ার মাঝে তোমায় খুজেঁ বেড়ায়
ভুল যদি হয় কোন কিছু ক্ষমা করে দিও আমায় ।।

(সংসারের সকল কিছু রক্ষা করতে গিয়ে অনেক বড় কিছু বিসর্জন দিতে হয় বড় ছেলেদের)


-----------------------------------------------------------