চাঁদের রাতের শেষে সকাল যখন হবে
মনের মাঝে ঈদের খুশি বাসা বেঁধে রবে।
ঈদের খুশি রাশি রাশি বাঁকা চাঁদের হাসি
মাংস পায়েস ফিরনি সেমাই দেব রাশি রাশি।
ঈদের খুশি সারাবেলা ঈদের খুশি রাতে
নতুন জামা কাপড় পরবো সবাই প্রাতে।
ঈদের শুভেচ্ছা রইল।