জীবনের থেমে থাকার মাঝে
স্বপ্নকে ধারন করার যাত্রা শুরু হয় ।
আবার স্বপ্নকে থামতে দেবার মাঝে
জীবনকে গড়া তোলার যাত্রা শুরু ।
আমার লক্ষ্য একটা স্বপ্নকে ধরে রাখা
আর জীবনের লক্ষ্য আমাকে নিয়ে রাখা -
জীবন আর আমি ছুটতেই থাকি
কাউকে চিনতে পারিনা কোনদিন ।
স্বপ্ন ছুটে যায় আর পিছনে আমি
আমার পিছনে ছুটে চলে জীবন -
লক্ষ্যে আমি পৌঁছাতে না পারি কোনদিন
কিন্তু পৌঁছে যায় জীবন ।
জীবন হেসে আর তিরস্কার করে
হেসে উঠে বলে আমাকে -
ওরে আমিই তো বাস্তবতা
স্বপ্নতো এক ছলনা শুধু কেড়ে
নিতে পারে মহানতা ।
জীবন তো তোমাকে মহান করে গড়ে তুলবে
ভুলিয়ে দিযে স্বাধীনতা
স্বপ্ন তো তোমাকে স্বাধীন করে গড়ে তুলবে
ভুলিয়ে দিযে বাস্তবতা ।।