স্বপ্ন গুলো উড়ে উড়ে যায় , মাঠের বুকে ধুলোর ঝড়
সারা রাত্তি সঙ্গ দিল মোর , চোখ খূললে হয়ে যায় পর ।
আঁধারে ছুটি মনটা আমার চেতনা হারিয়ে , ভিড়িয়ে দিযে অবচেতন মনকে
অলীকের পিছনে দৌড়তে দেখি ।
জাগে মনে বাস্তব যতই অপ্রিয় হোক , খুঁজতে হয় তাতে আনন্দ শোক ।।