কেন তুমি বাতাসে যাও ভেসে স্বপ্নের আলোকে
কেন তুমি আড়াল করে ওঠো হেসে -
কেন তুমি হারিয়ে যাও গভীর স্বপ্নের আঁধারে
কেন তুমি থাকো দূরে সরে স্বপ্ন দেখিয়ে আমারে -
কেন তুমি অদৃশ্যের এপার ওপারে থেমে থাকো বারবার
কেন তুমি স্বপ্ন দেখাও মিথ্যা ঘুমের ঘরে বারবার -
কেন তুমি কুয়াশার মত হারিয়ে যাও স্বপ্নের সোনালি ঊষায়
কেন তুমি থাকো দূরে সরে রাখো আমায় মিথ্যা ঘুমের অাভায় ।।