আবেগ  ভরা মন
মানে না কোন সময় -
হারিয়ে যেও না তাতে
মন হয়ে যায় অতল ।

জীবন আমাদের ছোট
বন্ধুকে নাও চিনে-
উষ্ণতায় আমায় ভরে রেখ
হাত দিও না -
পানি যে কত শীতল।

আমার লেখায় ঝরে পড়ে
কত না সব অনুতাপ-
মনের ভিতর থেকে-
তাড়িয়ে দিও না
কখনো  আমায়-
হারিয়ে যাব তাহলে আমি
স্বপ্নের  নীলিমায় ।।


----------------------------------------------------------------------------------------------------------------------------------