আমাদের জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটি হচ্ছে স্বপ্ন দেখতে জানা।
যা কিনা দেখেছি আমরা লাখ লাখ বাঙ্গালী মুক্তিযুদ্ধে অনেক আধুনিক সমরাস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত হানাদার বাহিনীর বিরুদ্ধে অনেক পুরানো অস্ত্র নিয়ে , মনের সাহস নিয়ে মুক্তিযোদ্ধারা লড়ছিলো ।
যা কিনা জয়ের সম্ভাবনা বলতে কিছু ছিল না। কিন্তু, আমাদের মুক্তিযোদ্ধাদের একটি স্বপ্ন ছিলো সেটি হচ্ছে দেশ শত্রুমুক্ত হবে দেশ বিজয়ের নিশান উড়বেই।
এই স্বপ্নটিকে সম্বল করে মুক্তিবাহিনীরা এত বড় ভয়াবহ হানাদার বাহিনীকে হটিয়ে দিল সেটি অসম্ভব গৌরবের একটি অধ্যায়।
শহীদের রক্তের বিনিময়ে প্রমাণ করে গেলেন স্বপ্ন দেখতে জানলে সত্যি সত্যি অসাধারণ কিছু করে ফেলা সম্ভব।
তাহলে প্রতি প্রভাতে উঠে এই ব্যাপারটি মাথায় রেখো - হয়তো আজকেই খুব চমৎকার একটি জিনিস ঘটতে পারে আমার জীবনে, তুমি কি অনুভব করছো সেটি?
মনে মনে গড়া তোলা স্বপ্ন একদিন তা বাস্তবে রুপ নিয়ে এগিয়ে চলার পথকে কারো না কারো জীবনে আলোড়ন সৃষ্টি করবে আমার বিশ্বাস । আমরা পাড়ি আমরা পাড়বো ।।
(গদ্যতে প্রতিফলন স্বপ্নের চিন্তা । যা গদ্যতে প্রকাশ করার জন্য মাফ করবেন ) শুভেচ্ছা নিরন্তর ।।