ঢেউ তোলা সমুদ্র পাল তোলা নায়ে
ভেসে যায় স্বপ্নের গাছ বুনে –

সূর্যতার তৃপ্ত হাসি নিয়ে বলি
তোমার কানে কানে
চলো এসো আমার ভুবনে ।

মায়াবী চোখের ইশারায় আবেগি কান্নায়
হাসিতে মুক্তার ঝলক ফুটে উঠে পদ্ম পুকুরে
অন্ধকার রাতে নূপুর  পায়ে
বলে যায় স্বপ্নের আলাপনে ।

ভালবেসে বলে যায় পথে যেতে যেতে
শেষ তো হবে না পেয়েছি যে
তোমায় আমার পাশে –

ভোরের পাখি গানে গানে
বলে যায় কানে কানে
গলায় তোমার নতুন সুরের কান্না
সে যেন মনে হয় পাহাড়ী ঝর্না-
ফিরে এসো বারবার তুমি আমাদের
প্রেমের আলাপনে ।


---------------------------××××××---------------------------