ছুটির দিনে মন ছুটে যায়
মেঘনা নদীর পাড়-
মনের মাঝে বাঁধব মোরা
স্বপ্ন সুখের ঘর ।

তুমি সাজবে বউ
আসবে আমি সেজে বর ।

ছুটির দিনে শিমুল তলায়
খেলতাম যখন খেলা
বন্ধু বান্ধব সবাই মিলে
ভাসাই খুশির ভেলা ।

খিদে পেলে খাব আমরা
কোরমা পোলাও দইবড়া ।

ছুটির দিনে আয়  ছুটে
মেঘনা নদীর পাড়  ।।