হাসতে হাসতে সুখের  চাওয়ায়
চাই দু:খটাকে চাপতে –
সুখের কত গভীরতা
মোটেও পারিনি মাপতে ।

হাসির মাঝে কান্না থাকে
দু:খের মাঝে সুখ
মনের দু:খ মনে থাকে
পাইনি তো সুখ ।

দু:খময় হাসি যখন
ঘুমের ঘোরে জাগে
অশ্রুভরা চোখ যে আমার
মনের সুখ খোঁজে ।

পর্বত সমান দু:খ নিয়ে
যারা হাসির মাঝে থাকে -
কাছের মানুষ কাছে থাকে
স্বপ্ন ভালবেসে ।।


-------------------------------------------------