বাতাসে গন্ধ ছড়াচ্ছে
আলোর মাঝে প্রজাপ্রতির মেলা -
পাখি  ডাকে ঘুম ভাঙ্গার ভোর
স্নিগ্ধ বিকেলের হাওয়ায় দোলে
বাতাসের মেলা ।

মনকে উতলা করে দেয় স্বপ্নের চাওয়া
চারদিকে পাখির কলোরবে মিলেমিশে থাকা ।


ব্যস্ত হয়ে পরে শহর ভরা প্রকৃতি
মাঠের পর মাঠ যেন সবুজের মেলা -
ডুবন্ত সূর্যের আলোয় লালচে আবিরে রাঙ্গা
সন্ধ্যায় চাঁদের জ্যোৎস্নার গন্ধে
সারা উঠান আলোকিত হয় স্বপ্নের ঠিকানা ।।