প্রতিধ্বণিত হয় আজও কত কথা, কত আত্মহত্যার কান্না
স্মৃতির ক্যানভাসে আজ ও নয়ন ঝাপসা হয়ে পড়ে পানির বন্যা ।
আলোর চাঁদ, সোনালি জ্যোৎস্না, তারার সামিয়ানা -
ক্ষুদ্ধ অভিমান বুভুক্ষু জীবন স্বপ্ন দেখতে মানা ।
দগ্ধ এ বুকে শুধুই হাহাকার সবই স্মৃতি ব্যর্থ অন্তর্দাহ -
বিরহ আর গোলাপ কাঁটায় শুধু না পাওয়ার জ্বালা ।।