আলোক সজ্জ্বায়
সাজিয়ে দিলাম-
আসবে তুমি কবে
বলবো আমি
মনের কথা
হাসবো প্রাণ খুলে।
হাজার হাসির
প্রতিধ্বণী -
আমার সারা মনে
আকাশ ভরা
তারার আলো
তোমার মুখে ঝড়ে।
হাসির চাওয়া
ঝলকানিতে -
অবাক হলাম আমি
অতিথের সব পড়ে থাকা
স্মৃতির মাঝে আমি।
জীবনের সব
গহীন কোণে
পথে পথে চলে।
মিথ্যে হলো
সাজানো বাগান-
দেখলে নাকো তুমি
দর্প নিয়ে চলে গেলে
উঠলো কেঁপে ভূমি।
স্বপ্ন নিয়ে থাকি পড়ে
আমিও ঘুমের ঘোরে।