ঘার্মাক্ত আঁধারে
ঠুকে ঠুকে পেরেক মারে ।
জীবনের প্রতিক্ষণে
চিৎকার আর ক্লেদাক্ত
আড়ালে চোখের নোনাজল ।
নিঃসঙ্গতার বিভ্রমে
জ্বলে উঠা সকল মনের প্রতিক্ষা-
চাপা কষ্টের পাথর নিয়ে
জাগে দগ্ধ শরীর আমার ।
শত কষ্টের দরজায়
সুখানুভূতির অরণ্য বিলীন ।
আগুনের দীপ্ত তেজে
আভায় বন্দী দীর্ঘকাল ।
দাড়িয়ে দেখি
নির্লজ্জ বেহায়ার মত
সমাজের রক্তাক্ত স্পন্দন ।।