নদীর বুকে শত কান্না
উথাল পাথাল বুকের ঢেউ
ঢেউয়ের বুকে শত কান্না
দেখে না তা কেউ -
যৌবন আজ পেরিয়ে যেন
বার্ধক্যে মাঝে ঘুরছে
নদীখেকোর হিংস্র থাবায়
নিত্যদিনে পুড়ছে
নদীর কান্নায় মাঝি কাঁদে
কাঁদে শত মাছ
গিলে খেয়ে পদ্মা মাতা
শকুন করে নাচ।
পরিবেশকে আজ ধ্বংস করে
পায় তারা কী সুখ
মনের মাঝি আর্তনাদে
ফাটাই নিজের বুক।
বাঁচাও নদী বাঁচাও জীবন
বাঁচাও শত পরিবেশ
জীবন দিয়ে গড়বো মোরা
আমার বাংলাদেশ।