সরষে ফুলে হলদে হিরণ নাচে , ধানের ক্ষেতে টিয়া পাখির মেলা
মন উড়ে যায় মাছ রাঙাদের ভিড়ে , আকাশ ভরা নীল ধবলের ভেলা ।
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা , পাতার ফাঁকে টুনটুনিদের নীড়ে
ঘুম ভাঙে মোর রোজ প্রভাতে মুয়াজ্জিনের দরাজ গলা শুনে
সব হয়েছে আজ আমাদের স্বাধীনতার গুনে ।।