নবতব নতুনের
চেতনায় আগমন হে নববর্ষ –

ফিরে এসো তব -
বরনের আগমনে
মেতে উঠো সকল  বাঙ্গালী
আনন্দে হেসে উঠো মনে মনে ।

খুশির জোয়ার ভেসে যাবে
তব জনে জনে -
ভেতর-বাহির বহিবে
নি:শ্বাস রবে অন্দরে।
সুখে থাকুক সকল মানুষ
তব অন্তরে ।

হৃদয়ে বেচেঁ থাক হর্ষ
স্বপ্নে এসে ধরা দেবে
হে শুভ নববর্ষ।