চাঁদের কোমল আলোয়
আনন্দে ব্যাকুল হৃদয়
খুশিতে ঝলমল-উজ্জ্বল চারদিক –

মেঘহীন আকাশে -
মিটমিট করে জ্বলছে
চাঁদের সাথীরা

আলোয়স্নাত মায়াবী এ রাতে-
হয়তো তোমার জন্য ।

সায়ংকালের আঁধার কেটে গেছে
পূর্ব দিগন্তে দেখা যায়
রজনীকান্তের আভা ।

জোছনার জ্যোতিতে
সৃষ্টি যেন স্বপ্নে বলে উঠে কথা -
আনন্দ-উচ্ছলতা আকাশে

জোছনায় পরিপূর্ণ নিথর
রাত্রির বুকে একাকী আমি
ডুবে আছি উপলব্ধির গহীনে ---

মাঝে মাঝে বয়ে যায় স্নিগ্ধ বাতাস
সে কি বাঁধ ভাঙা আনন্দ না কি
পাগল করে তোলে হৃদয়
বলতে তো পারি না শুধু তোমার জন্য ।।।