জীবন তো এত বোকা  খাচ্ছি হিমশিম সবসময়

সুতোর বন্ধন নিয়ে তো বাঁচাতেই ব্যস্ত জীবন আজ

নতুনের বন্ধন লাইনে পাইনা খুঁজে  তেমন

জানি না কেন ভাবনাগুলো উলট পালট সব

করে দেয় ভাবতে দেয়না আমায় ।


সুন্দর একটা ভবিষ্যত গড়ায় ব্যস্ত

পারিনা কোনকিছুতে আর -

কী যেন হারিয়ে পেলেছি
সুতোয় গাথাঁ বন্ধন -

তো ছিড়েঁ যাবে না কোন দিন

তাক না আর দেখি - গড়তে পারি কতটুকু ।।