কালো রাত সে তো -

এক চিৎকার আর আর্তনাদ

লাশের স্থুপ,আর উত্তেজিত

এক বিষাদময় জীবন

পৈশাচিক হানাদারের আক্রমন

ঘুমন্ত বাঙ্গালীর-

প্রান কেড়ে নেওয়া জীবন ।

মানুষ খেকু শাশক গোষ্ঠি - সৈরাচার

বেঈমান আল বদর-

আল সামস্,রাজাকার

জাতিকে দিয়েছিল রক্তাত্ত উপহার

২৫শে মার্চ  সে এক ভয়ংকর কালো রাত।

হরন করেছে মা বোনের ঘুমন্ত ইজ্জত

তবুও থামেনি অত্যাচারী

চারদিকে চিৎকার আর আর্তনাদ

লাশের স্তুপ আর উত্তেজিত

পৈশাচিক হানাদার -

২৫শে মার্চ ।।