আজ চারিদিকে,
বাতাসের সুবাসিত স্নিগ্ধতা  -

আকাশে,
সারি সারি পাখিরা গাইছে গান ।

আলোয় ,
আলোকিত পৃথিবী বলছে নতুন ভাবে বরণের অপেক্ষায় ।

প্রকৃতি ,
হেলে দুলে বলছে তোমায় করবো  রঙিন –

ফুলেরা,
বলে ফুটবো আজ তোমার জন্য –
মনের মত করে  বাগানে ।

তাইতো জন্মদিনে হয়েছি আজ আমি রঙিন
আলোকিত , পাখির গানে , প্রকৃতির রঙে,
আর বাতাসের সুবাসিত স্নিগ্ধতায়  ।।