বাঁধভাঙ্গা  মনের বিরহী বিষাদের
অজস্র কান্নার ধারা ----

যদি দেহান্ত হয় থাকবে না  
কোন প্রাণের অস্তিত্ব আমার -
আমি যদি  নাও থাকি
থাকবে আমার কৃতিত্ব ।

তিলেতিলে গড়ে উঠা
আমার কবিতায় পাতায়  
আমি কতটা নিঃস্বার্থ
ভালোবেসেছি তোমায় ।

বারংবার তোমার  পাশে
আমায় তুমি খুঁজবে -

কোথাও আমাকে  পাবে না খুঁজে  
জীবনের সমস্ত স্মৃতি গুলো -
পাবে শুধুই যে স্মৃতির পাতায়  ।।