বিশ্বাস তুমি হারিয়ে যেওনা
ভালবাসি বলে এক সুত্রে গেঁথেছি তোমায়
বিশ্বাস যদি নাইবা থাকে
ভালবাসা শুধু অভিনয় হযে থাকবে ।
ভালবাসার অপর নাম যদি হয় বিশ্বাস
তাহলে ভালবাসা হয় তত খাঁটি
আমাদের জীবনটা বড়ই অদ্ভুত
কষ্ট না পেলে বলি না সুখ বলে কাকে ?
কোলাহলে যদি নাইবা যাই
তাহলে বুঝি না নীরবতার কি শান্তি -
কেউ আমাদের ছেড়ে যদি চলে যায়
বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিলো
আমাদের কাছে।