আমাকে আমি -
সংযম করতে পারি
এমন সংবিত্তি নেই আমার মাঝে -
আমি শূন্য শুধু শূন্য ।
ঊর্ধ্বে নীরব নিস্তব্ধাকাশ
আমি বেধেঁছি পদযুগল
আমি নির্বাক--হয়তো জীবন্তলাশ ।
জনতার দিকে নাকি জননীর দিকে
সমাজের দিকে নাকি পরিবেশের দিকে
কোথাও কোন প্রশ্ন নাই ।
পাই না শান্তির একবিন্দু স্বস্তি
আকাশেও শান্তি নেই
তা আবার মেঘের ঘনঘটায় ।
অসম্ভব যা ভাল-
তা আজ ফুরাল দিন
থাকল শুধু হিংসাবিদ্বেষ-ঈর্ষাপ্রখর -
ভাবনার অন্তরালে ।।