রক্তাক্ত পদযুগল আর তীক্ততাই বুক ভরে আছে মোর
অসীম শুন্যতার মাঝে দাড়িঁয়ে রই দু’হাত সাথে আছ মোর
সব সুখ একসাথে করে যদি পার হতে পারি
স্বাধ জেগেছে আমার অন্তরে মোর অন্তিমে হারায়ে যেন না যাই
ধৈর্য্যের সাথে আছে যত নেশা আর মায়া যত ছিন্ন হল আজ
শুভ্র মেঘেরা ডাকছে মোরে আজ হাত দুটো বাড়ায়ে
প্রাপ্তির ঝুলিটা অনেক বিশাল করে দিলাম তোমায়
খুলে দেখো তুমি নির্দ্বিধায় কোনো এক সুন্দর প্রভাতে।