সংগ্রাম চলবেই,সংগ্রাম চলবেই।
অনেক অপমানের না হয় অসম্মানের
বাঁচবার অধিকার আনতে -
রাক্ষসের নির্মোক আত্যাচারে জন্য
সংগ্রাম চলবেই।
পথের বাধা হউক যত প্রস্তর ,যত শক্ত-
সংগ্রামের চির সংঘর্ষে আসুক যত বাঁধা
একদিন সে-পাহাড় নড়বেই।
কিন্তু সংগ্রাম চলবেই
আমাদের সংগ্রাম চলবেই।
জীবনের অস্তিত্বে
তবু ক্লান্তিহীন যত্নে প্রাণে পিপাসার স্বপ্নে ।
আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে
নূতন সূর্যশিখা জ্বলবেই চলবেই চলবেই
আমাদের সংগ্রাম চলবেই।
------------------------------