নেশাখোর কোচ
নাই তার হুঁশ
মেসির কি দোষ!
অনেক দূরের একটি দেশ
কখনও হয়তো হবেনা
সে দেশে যাওয়া -
ম্যারাডোনা, মেসি এদের সাথে
কথা হবে না কোনদিন-
১৯৮৬ সাল থেকে আর্জেন্টিনাকে
ভালবাসি
ওদের সাথে আমাদের কি যেন মিল ।
আমাদের দেশ বিশ্বকাপ খেলে
ক্রিকেটে
আর ফুটবল বিশ্বকাপে ভালবাসি
আর্জেন্টিনার মেসিকে ।
আমরা অনেক আশা নিয়ে খেলা দেখবো
আর্জেন্টিনা আশা ভঙ্গ কর না আজ-
জিতলে উঠে যাবে ২য় রাউন্ডে
কবিতা লেখতে পারি শুধু আর তো
কিছু করতে পারিনা ।
আর্জেন্টিনা বিশ্বাকাপে আসে আর যায়
খেলা শেষে আর্জেন্টিনা কেঁদে মাঠ ভেজায় ।।
-------------------------------------------------------