মেয়ে আমার খুবই দুষ্ট
মিষ্টি কথা কই
মা আমায় ভালোবাসে
বাবা মোটেই নয়
দুষ্ট আমি করে যাবো
সব কিছু ভেঙ্গে যাবো
কথায় কথায় কান্না করে
পড়াতে মন নয়
সবার মাঝে ভালবাসার
একটি নাম চাই
সে আমার ছোট্ট মেয়ে
আরাধ্য যেন হই
সবার মাঝে ছড়িয়ে দিবে
আলো ভূবন ভরিয়ে দিবে
হাসির মাঝে ছড়িয়ে দিবে
সব দুঃখ ভূলিয়ে দিবে
জগৎ জুড়ে নাম কুড়াবো
আরাধ্য নাকি কয়-
(সবাই আমার ছোট মেয়ের জন্য আশীর্বাদ করবেন)