দিন বদলের সাথে সাথে
নিজেও সততার নীতিটাকে  বাঁকা করি -

নতুন আমায়  উপহার যা দিলো
তা এখন নতুন ক্যালেন্ডার নয়
অন্ধকারে ঢাকা ।

আবার মাস  পুরোবার আগেই
মধ্যবিত্ত পকেট  অর্থশূন্য ফাঁকা ।

জাতির ভবিষ্যৎ আজ পদার্পণ করবে
দুর্নীতিহীন সুনীতির খাতায় ।।