তুমি তোমার  ভালোবাসার ফুল গুলো –
দুহাত মেলে আমায়  তুমি সোপে দিলে ।

ভালোবাসা মাখা হাজার রকম  বাহারি ফুলে -
আমার শুন্য হাত হাজার ফুলে ভোরে দিলে ।

তোমার হৃদয়ের ভালোবাসার জলে
আমার হৃদয়ের গোলাপ
সারাবেলা থাকবে চিরকালে ।

সজীব থাকবে, রোদ্র-তাপেও  থাকবে
ঝড়ো-তুফানে ও থাকবে  চিরকালে ।

তোমার-আমার নিস্বার্থ ভালোবাসায়  
ফুলগুলো শুধুই প্রতীকমূর্তী হয়ে
ঠিক থাকবে সারাবেলা ।

আমার এই চিরজিবী হাজার রকমের
ভালোবাসার ফুলগুলো  তোমায় ছোয়ায়
কালের ক্ষয়ে ফুলগুলো হয়ত -
এভাবে একসময় আজীবন তরে
ভালোবাসার জলে ফুলগুলো  দিয়ে দিলাম  বিসর্জন ।।