বর্ষার  আকাশের  বৃষ্টির সাখে বেশী
জীবনের মিল খোঁজে  পাওয়া সহজ-

বাষ্পের সমগ্র জীবনের ইতিকথা
উড়ন্ত জীবন কখনো হয় অতি উদার  

জীবনের ঘূর্নিতে ছুটে চলা সবকিছু যেন
পায় না  পরিতৃপ্তি ।


সকল আলো বাতাস শরীরে ধারন করে
সকল ঝড়-বৃষ্টি বিপদ আপদ পেরিয়ে যেন
সুখের নেশায় মত্ত থেকে শুধু পেলাম  দুঃখ-

জীবনের রসদ নিতে গিয়ে  শুধু পেয়ে গেলাম
তিক্ততার স্বাদ আগুন যেন নেভে না ------

জীবন মনে হয়  গতিময়তা ভরা
জীবন মানে উপলব্ধিতে ঠিকে থাকা
এক টুকরো আগুন ।।