জন্মকালে যতই মধু দেওয়া হোক না কেন
আসল জীবন শুরু সেই তেতো দিয়ে
যেমন ভোজনকালে শুরু হয় তেতো দিয়ে
শেষ হয় মধুরেণ সমাপয়েত
অর্থাৎ চাটনি আর মিষ্টি দিয়ে
তেতো দিয়ে শুরু হলেও
মাঝখানে নানারকম পদের বাহুল্য থাকে
একের পর এক আসতে থাকে সেসব
তারপর কারও কারও কপালে চাটনিই জোটে না
মিষ্টি সে তো দুরস্ত
শেষে সে সব আত্মীয়-স্বজনেরা পরমানন্দে খেয়ে যায়!