আমার হাতে আইন আছে আর আছে যে বিছে
বাড়লে বেশি লেলিয়ে দেব তোমার পিছে পিছে
তাইতো বলি তোমরা শোন এবার থেকে বাপু
সংযমী হও ওসব ছেড়ে ঝাণ্ডা করে নিচু
সারাজীবন জ্বলবে তুমি বিছের বিষে নীল
তাইতো বলি পদ্যটিতে দাও না তুমি মিল
কলমখানি অবাধ্য যে বাগ মানে না মোটে
তাইতো শুধু কপাল দোষে বদনামটা জোটে
এখন থেকে পদ্যটিতে মিল দেব যে ভাই
আপন মনে গহন কোণে ভাবছি বসে তাই।