সকাল হলেই পুরনো দুঃখ ফেরি করতে বেড়োই
সাথে সাথে নতুন দুঃখের বোঝা জমে
যার কাছেই যাই কেনে না কেউ
বলে সুখ যদি দিতে পার দাও
আমি বলি কোথা পাব সুখ?
মদের দোকানে কি দুধ মেলে!
জানোই তো আমি দুঃখ ফেরি করি
লাভের পয়সায় সুখ কিনবো বলে
সেই বেড়িয়েছি কোন সকালে
দুঃখের ফেরিওয়ালা শুনেছ কখনো ?
এখন আমাকে ওরা দেখলেই বলে
ওই আসছে ফেরিওয়ালা
তোরা সব তাড়াতাড়ি পালা
এত দুঃখ নিয়ে তবে কার কাছে যাই?