নদীতীরে বসে আছি একা শুধু একা
বয়ে যাচ্ছে শুধু জল নিজস্ব গতিতে
লাঞ্ছনায় ছিন্নভিন্ন এই মন নিয়ে
কতদূর যেতে পারি? হে মহাজীবন
ভাবি শুধু ভাবতে থাকি এইসব কথা
অন্ধকার ঘনীভুত চতুর্দিকে আজ
শিয়রে যে সর্বনাশ ওৎপেতে আছে
কিভাবে সামাল দেব এই ভয়ে মরি
হঠাৎ চেঁচিয়ে উঠি কে আছো কাণ্ডারি?
কোনোখানে কেউ নেই শুধু প্রতিধ্বনি ।
তোমার দু'চোখে দেখি হিংসা লেগে আছে
তাহলে কি ভালোবাসা শুধু মিছে কথা?
মানুষ নির্মম প্রাণী পৃথিবীতে আজ
চারিদিকে আততায়ী মানুষ কোথায়?