গ্রহণ করিনি কিছু তোমাদের থেকে
তাই অহংকারী ভাবো ক্ষতি নেই তাতে
যদি চাইতাম কিছু তোমরা কি তা দিতে?
জানা নেই সেই কথা করিনি পরীক্ষা
যার দেওয়ার কথা দিয়েছেন তিনি
শুধু এই মন্ত্র এক নির্লোভ থাকার
এখন সম্বল এই আর কিছু নেই
'অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয়'
বটগাছটির দিকে শুধু চেয়ে থাকি
সেও তো গ্রহীতা নয় সে যে দাতা শুধু
শুধু দাও দাও এই গ্রহীতার ভিড়ে
আমার যা কিছু আছে তুমি কি তা নেবে?
অনায়াসে দিতে পারি যদি চাও তুমি
তুমি কি গ্রহীতা হবে? স্থির কর মন।