মহাপুরুষের বাণী মরমে পশে না
কানের কিনারা ঘেঁসে যেন চলে যায়
পৃথিবীও ঘুরে ঘুরে অবসন্ন হয়
চারিদিকে তাই বুঝি এত বির্পযয়!
শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ দেখে
আমরা শিখিনি কিছু জ্ঞান দিয়ে গেছি
নিজেকে নয় অন্যকে যা খুব সহজ বলে মনে হয়
অন্যরাও আমাদের সেভাবেই জ্ঞান দিচ্ছে আজ
জ্ঞান আহরণ নয় বিতরণই একমাত্র কাজ
এ কথায় আমাদের নেই তো বিবাদ।