১.

গেরুয়া পরিনি তবু সন্ন্যাস নিয়েছি
একতারা হাতে নেই বাউল হয়েছি

২.
তুমি প্রিয় কাব্য নও জেনেও এ কথা
তবু তোমাকেই পড়ি বারবার

৩.
আজন্ম লালিত দুঃখ
সুখের সখ্যতা চাই কেন
ভাবি মনে মনে

৪.
জলজ হিংসার থেকে নিজেকে বাঁচাতে
স্থলে এসে দেখি ধুন্ধুমার কাণ্ড

৫.
দিনরাত মুখে বলি শান্তি চাই
ও দিকে ভেতরে ভেতরে অস্ত্র শানাই

৬.
আমি তোমাকে পড়ি পাতায় পাতায়
আর লিখে রাখি খাতায় খাতায়

৭.
কবিতা লিখিয়ে যে কবি নয়
এ কথা সকলে কি মানিয়া লয়?

৮.
মন্দিরে দেবতা নেই তুমি জানো
তবে কেন মন্দিরে মাথা ঠোক

৯.
এই উন্মাদের পাঠক্রম শেষ হলে
আমিও পৃথিবী ছেড়ে যাব চলে